নানা ইস্যুকে সামনে এনে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে: দুদু
শামসুজ্জামান দুদু বলেন, কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরও কি কি সব ফেৎনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায়, সেই বিবেচনা সামনে এনেছে। পাগলও বুঝে কারা আগামী দিন ক্ষমতায় যাবে। কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বিশেষ মহল মনে করে তারা ক্ষমতায় আসবে।