শুক্রবার রাজধানীর ৩০০ ফিটের ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটি। এতে অংশ নিতে পাকিস্তানি জাল এখন ঢাকাতেই অবস্থান করছেন। কথা ছিল কনসার্টে ব্যান্ডটি তাদের জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করবে। এই কনসার্টে আরও থাকবে অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন।