Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬

জানা গেল কবে শুরু এসএসসি পরীক্ষা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫৮, ১৫ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

জানা গেল কবে শুরু এসএসসি পরীক্ষা

ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।

বৃহস্পতিবার রুটিন প্রকাশের তথ্য জানিয়ে তিনি বলেন, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। বাংলা বিষয় দিয়ে শুরুর পর হবে ইংরেজি ও তথ্য প্রযুক্তি পরীক্ষা।পরীক্ষা নিয়ন্ত্রক জানান, মাদ্রাসা (দাখিল) ও কারিগরির এসএসসি (ভোকেশনাল) একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
 
এবার মোট ১৪টি নির্দেশনাবলী দিয়ে প্রকাশ করা হয়েছে এবারের সূচি; যাতে প্রথমেই বলা হয়েছে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পবেশপত্র বিতরণ করা হবে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে।
 
গত বছর তথা ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়েছিল। সে হিসেবে এবারের পরীক্ষা ১১ দিন পেছাচ্ছে।

Walton
Walton