ডিসেম্বরেও ডেঙ্গুর মৃত্যু থামছে না। চলতি বছরে ডেঙ্গতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৪১১ জন ডেঙ্গু রোগী। ডিসেম্বরেও ডেঙ্গুর চোখ রাঙানি থাকবে বলে আগেই সতর্ক করেন দেশের কীটতত্ত্ববিদরা।