দাবানলের কারণে তুরস্কের গ্যালিপোলি উপদ্বীপের দারদানেলেস প্রণালী সংলগ্ন সাতটি গ্রাম থেকে হাজারো মানুষকে সিরয়ে নেওয়া হয়েছে।কর্মকর্তারা জানিয়েছে, প্রচন্ড বাতাসে সৃষ্ট তীব্র দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।