সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ইসরায়েল কর্তৃক বহিষ্কৃত হওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরও ১৬০ জন কর্মীর সঙ্গে গ্রিসে পৌঁছেছেন।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফ্লোটিলার জাহাজ থেকে মোট ১৭১ জন কর্মীকে বহিষ্কার করেছে। এই জাহাজগুলো গত সপ্তাহে অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এর ফলে এখন পর্যন্ত মোট ৩৪১ জনকে বহিষ্কার করা হয়েছে।