Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৭ ১৪৩২, শনিবার ৩১ জানুয়ারি ২০২৬

ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলায় বিরতি রাশিয়ার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ৩১ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলায় বিরতি রাশিয়ার

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে ইউক্রেনে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত করেছে রাশিয়া।  আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিরতি চলবে।

গতকাল এক ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেন।  এই বিরতি (যুদ্ধাবসান) আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

যদিও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি পেসকভ। ইউক্রেনের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে কি না কিংবা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনও হামলায় বিরতি দেবে কি না— এসব প্রশ্নও এড়িয়ে গেছেন ।  

Walton
Walton