কুয়াকাটা সমুদ্র সৈকতে হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনে লক্ষ্মীর পূজা ও ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উদযাপন করেন। রাস পূর্ণিমা সাধারণত কার্তিক মাসে পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয়। এটি সৈকতে হওয়া উৎসবগুলোর মধ্যে সবচেয়ে বড়।শনিবার রাস উৎসব ও মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মণ্ডল।