
ছবি: সংগৃহীত
রাজধানীর রাশিয়ান হাউজে লোকগানের উৎসব ‘দোব্রোভিদেনি’ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ আগস্ট রাশিয়ার যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ১০ম আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের অংশ হিসেবে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানটি বাংলাদেশি তরুণদের রাশিয়ার লোক সংগীতের সমৃদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। লোকশিল্পের বৈচিত্র্য ও রাশিয়া অঞ্চলের সংগীতের উত্তরাধিকারকে তুলে ধরা হয় এই আয়োজনের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরদারে এই আয়োজন অবদান রাখবে বলে মনে করে রাশিয়ান হাউজ।