Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৩০ ১৪৩২, বুধবার ১৪ জানুয়ারি ২০২৬

ঢাকার ৪ স্থানে সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ, ভোগান্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ১৪ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

ঢাকার ৪ স্থানে সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ, ভোগান্তি

ফাইল ছবি

সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, তাঁতীবাজার, ফার্মগেট ও মহাখালীতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা ১টার দিকে অবরোধ করেন তারা।

সায়েন্স ল্যাব অবরোধে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ সময় ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে ফার্মগেট ও মহাখালীতে সড়ক অবরোধ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের ঘোষণা দেয় ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। এক দফা দাবিতে এ ঘোষণা দেন তারা।

দাবিটি হলো—১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি।

Walton
Walton