Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৪ ১৪৩২, শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬

‘সেন্টমার্টিনকে ফিরিয়ে আনার সক্ষমতা বাংলাদেশের নেই’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ৭ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

‘সেন্টমার্টিনকে ফিরিয়ে আনার সক্ষমতা বাংলাদেশের নেই’

ফাইল ছবি

দিন দিন আমরা সেন্টমার্টিনকে হারাচ্ছি, এই হারানো আবার ফিরিয়ে আনার সক্ষমতা বাংলাদেশের নেই। তাই যেভাবেই হোক, সেন্টমার্টিনকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

বুধবার কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘অভিযোজন’ শীর্ষক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ফারহিনা আহমেদ বলেন, ‘আগামী প্রজন্মের জন্য সেন্টমার্টিনের পরিবেশ জীববৈচিত্র, জলজ জীব, অনুজ জীবগুলোকে সংরক্ষণ করতে হবে। দ্বীপ বেঁচে থাকলেই সবকিছু হবে। যদি দ্বীপটাই হারিয়ে যায় তাহলে পর্যটন বা স্থানীয় জনগোষ্ঠী তারা কোথায় যাবে। তাই যেকোনোভাবে সেন্টমার্টিনের পরিবেশ প্রতিবেশকে রক্ষা করতেই হবে।’

তিনি আরও বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে সরকারের সব কার্যক্রম গবেষণা ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংগৃহীত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, অতীতে দ্বীপটিতে কী ছিল এবং বর্তমানে কী রয়েছে—সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে সুস্পষ্ট ধারণা আছে।’

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি’র সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় ড. ফারহিনা আহমেদ বলেন, ‘অনিয়ন্ত্রিত কার্যক্রম থেকে সরে না এলে আমাদের ধ্বংস অনিবার্য।’

মাস্টারপ্ল্যানের আওতায় স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষিত করে দ্বীপ রক্ষার দায়িত্ব তাদের হাতেই তুলে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

Walton
Walton