Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৪ ১৪৩২, বুধবার ২৮ জানুয়ারি ২০২৬

আজও বায়ু দূষণের শীর্ষে ঢাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৬, ২৮ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

আজও বায়ু দূষণের শীর্ষে ঢাকা

ফাইল ছবি

চার দিন ধরে টানা বায়ুদূষণে শীর্ষে রয়েছে ঢাকা। ভয়াবহ বায়ুদূষণের তালিকায়  বিশ্বে আজো শীর্ষে রয়েছে রাজধানী। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বায়ুর মান ছিল ২৭৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই সময়ে মিশরের রাজধানী কায়রোর বায়ুর মানও ছিল সমান। তবে ঢাকার কয়েকটি এলাকায় দূষণের মাত্রা ৩০০ ছাড়িয়ে গেছে, যা সর্বোচ্চ বিপজ্জনক স্তর। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।  

বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছেন নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা বেশি অনুভূত হচ্ছে। শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৎবাঁধা কিছু কথা আর লোকদেখানো উদ্যোগ ছাড়া এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই করা হয়নি বলে দাবি বিশেষজ্ঞদের। 
ডিসেম্বর মাসজুড়ে এবং জানুয়ারির প্রায় প্রতিদিনই ঢাকার বায়ুদূষণ অত্যন্ত উচ্চমাত্রায় রয়ে গেছে।

সাধারণত বায়ুর মান ২০০ ছাড়ালে তা খুব অস্বাস্থ্যকর এবং ৩০০ ছাড়ালে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয় বলে জানিয়েছন বিশেষজ্ঞরা । বায়ুদূষণ শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন এলাকাতেও বাড়ছে। কিছু অঞ্চলে ঢাকার তুলনায় দূষণের মাত্রা আরও বেশি দেখা যাচ্ছে। যদিও দূষণ নিয়ন্ত্রণের কার্যক্রম মূলত ঢাকাকেন্দ্রিক, তবে সেগুলোর বাস্তব ফলাফল তেমন চোখে পড়ছে না।

Walton
Walton