Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১২ ১৪৩২, সোমবার ২৬ জানুয়ারি ২০২৬

গাজীপুরে দুই শিশু নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নারীর, নিহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ২৬ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

গাজীপুরে দুই শিশু নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নারীর, নিহত ৩

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পূবাইল বাজার রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আখাউড়ার দিকে যাওয়ার সময় এক নারী দুই শিশুসহ ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের সঙ্গে থাকা একটি পার্টস(ব্যাগ) পাওয়া যায় সেখানে। তাতে পাওয়া ভোটার আইডি কার্ডে নারীর নাম হাফেজা খাতুন মালা, পিতা মোজাম্মেল হক নাম উল্লেখ রয়েছে। সে কার্ড অনুযায়ী ওই নারীর বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকায়। নিহত দুই শিশুর বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা জানান, পূবাইল বাজার রেলগেটের অদূরে এক নারী দুই শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করেছে ও আইনগত প্রক্রিয়া চলমান। 

Walton
Walton