Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৭ ১৪৩২, শনিবার ৩১ জানুয়ারি ২০২৬

চলতি বছরের জন্য শ্রমিক ভিসা দ্বিগুন করছে যুক্তরাষ্ট্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ৩১ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

চলতি বছরের জন্য শ্রমিক ভিসা দ্বিগুন করছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৬ সালের জন্য অতিরিক্ত ৬৫ হাজার এইচ-২বি অস্থায়ী শ্রমিক ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে জানানো হয়েছে, মার্কিন শ্রমিকের ঘাটতির কারণে যেসব নিয়োগকর্তা গুরুতর আর্থিক সংকটে পড়তে পারেন, মূলত তাদের জন্য এই ভিসাগুলো বরাদ্দ করা হবে। এসব ভিসার মেয়াদ থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এই সিদ্ধান্তের ফলে নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং ও সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন মৌসুমি খাতে বছরে যে ৬৬ হাজার এইচ-২বি ভিসা দেয়া হতো, তার সংখ্যা কার্যত প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। প্রশাসনের মতে, এসব খাতে মার্কিন নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।

২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাপক অভিবাসন দমন অভিযান শুরু করেন। অবৈধ অভিবাসীদের তিনি অপরাধী ও সমাজের ওপর বোঝা হিসেবে উপস্থাপন করে আসছেন। একই সঙ্গে তার প্রশাসন বৈধ অভিবাসনের ক্ষেত্রেও কঠোর অবস্থান নিয়েছে। যার মধ্যে রয়েছে বিস্তৃত ভ্রমণ নিষেধাজ্ঞা এবং শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আবেদন কঠোরভাবে পর্যালোচনার নীতি।

তবে এর আগেও ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে এবং ট্রাম্পের প্রথম মেয়াদ (২০১৭-২০২১) চলাকালীন বিভিন্ন সময়ে এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।

হোটেলসহ বিভিন্ন মৌসুমি শিল্পখাতের নিয়োগকর্তারা দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভিসার দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে নির্মাণ খাতে শ্রমিক সংকট তীব্র হয়েছে বলে অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন।

অন্যদিকে, যারা অভিবাসনের সংখ্যা কম রাখার পক্ষে, তারা এই ভিসা সম্প্রসারণের বিরোধিতা করছেন। তাদের যুক্তি, বিদেশি শ্রমিক বাড়লে মার্কিন শ্রমিকদের মজুরি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Walton
Walton