Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৭ ১৪৩২, শনিবার ৩১ জানুয়ারি ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর বন্দর আব্বাসে শনিবা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ৩১ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর বন্দর আব্বাসে শনিবা

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর বন্দর আব্বাসে শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানি গণমাধ্যম এ তথ্য জানালেও বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কানো হতাহতের তথ্যও মেলেনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিস্ফোরণের এই ঘটনার পরপরই সেখানে দেশটির উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন। বর্তমানে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন তারা।ঘটনার তদন্ত চলছে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বন্দর আব্বাস ইরান ও ওমানের মধ্যবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির তীরে অবস্থিত। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যায়, ফলে অঞ্চলটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিস্ফোরণের খবর এমন এক সময়ে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে। সাম্প্রতিক মাসগুলোতে ইরানে তিন বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। পাশাপাশি দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগও অব্যাহত রয়েছে।

Walton
Walton