Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫

২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই :হাসপাতালে ভর্তি ৫১৪ জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই :হাসপাতালে ভর্তি ৫১৪ জন

ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এই সময়ের মধ্যে মৃত্যুর রেকর্ড নেই। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১৮৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন রয়েছেন।    

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৪৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৪২ হাজার ৯৭১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ২০৬ জন। এর মধ্যে ৬০ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন।  

Walton Refrigerator cables
Walton Refrigerator cables