Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫

ডেঙ্গুতে ভর্তি এক লাখ ছুঁই ছুঁই : একদিনে আরও ৩ জনের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ১১ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

ডেঙ্গুতে ভর্তি এক লাখ ছুঁই ছুঁই : একদিনে আরও ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

ডিসেম্বরেও ডেঙ্গুর মৃত্যু থামছে না। চলতি বছরে ডেঙ্গতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৪১১ জন ডেঙ্গু রোগী। ডিসেম্বরেও ডেঙ্গুর চোখ রাঙানি থাকবে বলে আগেই সতর্ক করেন দেশের কীটতত্ত্ববিদরা। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫৬ জন,  ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭০ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী ২১ জন, রংপুর ২ জন, সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু রোগী রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৬৫৩ জন। 

গত ১লা জানুয়ারি থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৯৯ হাজার ৪৯৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables