ছবি: সংগৃহীত
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। সেটি না হলে বাংলাদেশের জায়গায় অন্য দলকে সুযোগ দেওয়া হবে। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো এই খবর দিয়েছে।
ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে বুধবার বিকেল ৫টার মধ্যে আইসিসিকে জানানোর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, তারা যেন সরকারকে জানায় যে, ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় দেওয়া হচ্ছে অর্থাৎ ২২ জানুয়ারি পর্যন্ত। এরমধ্যে না জানালে বিকল্প নেওয়া হবে।
ক্রিকইনফো জানায়, ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ না খেললে বিকল্প দল নেওয়া হবে কিনা- এই সিদ্ধান্তে আসতে সভায় অংশ নেওয়া আইসিসির পূর্ণ সদস্য বোর্ডের প্রতিনিধিদের মধ্যে ভোটাভুটি হয়। সেখানে বাংলাদেশকে ভারতে খেলার এবং না খেললে বিকল্প নেওয়ার পক্ষে বেশি ভোট পড়ে।
সেক্ষেত্রে ভারতে গেয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি না হলে বিকল্প দল হিসেবে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে। তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে ম্যাচ খেলবে। স্কটল্যান্ড টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা পায়নি।
এর আগে বাংলাদেশের ভারতে গিয়ে টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া প্রসঙ্গে বোর্ড সভায় বসে আইসিসি। বাংলাদেশ আইসিসির পূর্ণাঙ্গ সদস্য। সেক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া বা বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত আইসিসি নির্বাহী ক্ষমতা বলে নিতে পারে না। অন্য পূর্ণাঙ্গ সদস্যদের মতামত নিতে হবে। তাই এই সভায় বসে আইসিসি।
আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান দল পেলেও পরে তাকে বাদ দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শক্ত অবস্থান নেয় বিসিবি। ভারতে নিরাপত্তা শঙ্কার কথা বলে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে অনুরোধ করে বিসিবি।
কিন্তু বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়। কারণ হিসেবে সব আয়োজন সম্পন্ন হওয়ায় লজিস্টিক সমস্যার কথা উল্লেখ করা হয়। ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে আলোচনা করতে আইসিসি ও বিসিবি দু’বার বৈঠক করেছে। অনলাইন বৈঠক ফলপ্রসু না হওয়ায় আইসিসি বাংলাদেশে প্রতিনিধি পাঠিয়েছিল। সেখানেও বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথাই পরিষ্কার করে জানায়।




