ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি। শনিবার ক্রিকবাজ এতথ্য জানিয়েছে।গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল।
বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছিলো। তাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকায় অবশেষে েবাংলাদেশকে বাদ দিলো আইসিসি।
ক্রিকবাজ জানায়, বাংলাদেশকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কার্যত সময়ের ব্যাপারই ছিল। সহযোগী দেশ স্কটল্যান্ডকেই শেষ পর্যন্ত বদলি দল হিসেবে চূড়ান্ত করা। এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড এখন গ্রুপ ‘সি’-তে খেলবে। গ্রুপ পর্বে তারা কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি মাঠে নামবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।




