ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ক্রিকেটাররা। দুপুর আড়াইটায় একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন করে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, যদি নাজমুল ইসলাম পদত্যাগ না করেন এবং তাকে সরিয়ে নেয়া না হয়, তাহলে কোনোভাবে তারা মাঠে খেলবেন না। যতক্ষণ পর্যন্ত বিসিবি ক্রিকেটারদের দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত খেলবেন না ক্রিকেটাররা।
নাজমুলের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত গতকাল সব ধরনের ক্রিকেট বয়কটের ডাক দেন তারা। এই ঘোষণার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পদত্যাগ করেননি নাজমুল ইসলাম। উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি আজ এক বিবৃতিতে জানিয়েছে, নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। তবে এখনো পদত্যাগ করেননি এই পরিচালক।
যে সব ক্রিকেটার ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চান, তাদের দ্রুত দল থেকে বাদ দেওয়া উচিত। হাতে গোনা দু–একজন ছাড়া বাকিদের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়। তাদের পেছনে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় করার কোনো যৌক্তিকতা নেই। বাস্তবতা হলো, তারা নিজেদের ব্যক্তিগত ক্যারিয়ার নিয়েই বেশি ভাবেন; ক্রিকেট কিংবা দেশের স্বার্থ তাদের কাছে অগ্রাধিকার পায় না। যেসব খেলোয়াড় দেশের স্বার্থ থেকে নিজের ব্যাক্তিস্বার্থ বেশি বড় করে দেখে তাদের যত দ্রুত দল থেকে বাদ দেয়া যায় তত মঙ্গল । এটা একটা সুযোগ, বোর্ডের উচিত এদেরকে বাদ দেয়া ।




