Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬

বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ১৫ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি

ফাইল ছবি

সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে বসেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। আর তাতেই ফুঁসে উঠেন দেশের ক্রিকেটাররা। এ ঘটনায় তার পদত্যাগ দাবি করে সব ধরণের ক্রিকেট বয়কট করেন ক্রিকেটাররা। এ কারণে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের ঢাকা পর্বের প্রথম খেলাটি মাঠে গড়ায়নি।

হোটেল শেরাটনে আজ দুপুরে এক সংবাদ সম্মেলন ডাকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেখানে জানানো হয়, নিজেদের অবস্থানে তারা অনড় থাকবেন। তবে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ করলে তারা খেলার জন্য প্রস্তুত থাকবেন। তার কিছুক্ষণ পরই খবর আসে, ফিন্যান্স কমিটিসহ বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করে বিসিবি। 

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদের অধীনে বিসিবি সভাপতির উপর ন্যস্ত কর্তৃত্ব অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি পুনর্ব্যক্ত করে যে ক্রিকেটারদের স্বার্থ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড তার এখতিয়ারভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা বজায় রাখতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে, বিসিবি আশা করে যে, বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য ক্রিকেটাররা সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। এছাড়া ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ অব্যাহত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। 
 
 
এর আগে সংবাদ সম্মেলনে কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘আলোচনা করার পরে আমাদের প্রশ্নটা হচ্ছে ৪৮ ঘণ্টা পরে যদি উনি এখান থেকে পদত্যাগ না করেন, তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে। উনারা এখন অনুরোধ করতেছে আমাদের খেলতে। আমাদের প্রতিবাদ স্বরূপ প্রথম ম্যাচ আমরা বাদ দিলাম। দ্বিতীয় ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই তারা ৪৮ ঘণ্টা যে সময় চেয়েছে। ৪৮ ঘণ্টা পর যদি উনাকে না সরানো হয় তাহলে আল্টিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে।’
 

মিঠুন আরও বলেন, ‘আমরা মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে উনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে; ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে। যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে তখন তাদের উপর কোনো দায়ভার থাকবে না এবং সেটার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নেবে। এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। এটা যদি বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে। আমরা এটা নিয়ে তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছি, কিন্তু কোনো ধরণের নিশ্চয়তা পাইনি।’ 

Walton
Walton