Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৭ ১৪৩২, বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬

চিরনিদ্রায় শায়িত চিত্রনায়ক জাভেদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৮, ২১ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

চিরনিদ্রায় শায়িত চিত্রনায়ক জাভেদ

ফাইল ছবি

বাংলা সিনেমার নায়ক ইলিয়াস জাভেদের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে উত্তরার ১৪ নম্বর সেক্টরে বায়তুল জামান জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বাদ আসর এফডিসিতে প্রথম জানাজা শেষে জাভেদকে শেষ শ্রদ্ধা জানান শিল্পী-সহকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।

এফডিসিতে নায়ক জাভেদকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন অভিনেতা উজ্জ্বল, আলমগীর, রুবেল, ওমর সানি, মিশা সওদাগর, ড্যানি সিডাক, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, নৃত্য পরিচালক আজিজ রেজা, ইউসুফ খানসহ প্রমুখ।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান জাভেদ। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। এ ছাড়া হার্টের সমস্যাও ছিল তার। এর আগে দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জাভেদ। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।

জাভেদ একজন নৃত্য পরিচালকও ছিলেন। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে।

জাভেদ অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।

Walton
Walton