ফাইল ছবি
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে দেশের জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে শো-টির দ্বিতীয় সিজন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে। ‘আইগ্যাস ইউনাইটেড’ নিবেদিত, পাওয়ার্ড বাই ‘পোলার আইসক্রিম’ এবং বঙ্গ প্রযোজিত এই গেম শো-এর দ্বিতীয় সিজন আরও বড় আয়োজন ও নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে।
প্রথম সিজনে টেলিভিশন ও ডিজিটাল—সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ অর্জনের পাশাপাশি ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার বিতরণের মাধ্যমে নজির গড়েছিল ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। নতুন সিজনে দর্শকদের জন্য থাকছে আরও বেশি রোমাঞ্চ, উত্তেজনা ও আকর্ষণীয় পুরস্কার। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান আবারও ফিরছেন সঞ্চালকের ভূমিকায়। অনুষ্ঠানটি পরিচালনা করছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রযোজনা সংশ্লিষ্টদের মতে, সিজন ২ পারিবারিক বিনোদনে যোগ করবে নতুন মাত্রা। শো-টি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, “এবারের সিজনটি সত্যিই ভিন্নরকম।
আয়োজনটা অনেক বড় পরিসরে হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের সব ৬৪টি জেলা থেকে। ফলে উত্তরগুলো যেমন বাস্তবধর্মী, তেমনই মজার ও চমকপ্রদ। প্রতিযোগীদের অনেক ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে, যা প্রতিটি পর্বকে আরও প্রাণবন্ত করে তুলেছে।” আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২। যাঁরা কোনো কারণে পর্ব মিস করবেন, তাঁরা প্রতি বুধবার দুপুর ১টায় পুনঃপ্রচার দেখতে পারবেন।
এ ছাড়া দর্শকদের সুবিধার্থে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে অনুষ্ঠানটি বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে সম্পূর্ণ বিনা মূল্যে দেখা যাবে। শো-সংক্রান্ত নিয়মিত আপডেট ও বিশেষ মুহূর্তগুলো জানতে দর্শকদের ‘Family Feud Bangladesh’–এর অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।




