Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২২ ১৪৩২, সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫

হাসপাতালে ভর্তি নচিকেতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ৭ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

হাসপাতালে ভর্তি নচিকেতা

ছবি: সংগৃহীত

বাংলা সঙ্গীত জগতের জীবনমুখী গানের  অন্যতম  নক্ষত্র নচিকেতা চক্রবর্তী হাসপাতালে ভর্তি।  বৃদ্ধাশ্রম গানের স্রষ্টা নচিকেতা এখন অসুস্থ। হার্টের সমস্যায় জর্জরিত। বয়সের ভারে কাবু হলেও  তার গলায় গান আজও একইভাবে অমলিন।

সূত্রের খবর, শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি শুরু হয় ৬১ বছরের এই গায়কের। রাত ২টা নাগাদ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তার। যার ফলে বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন গায়কের অবস্থা স্থিতিশীল।

রোববার আসানসোলে শো ছিল। কিন্তু অসুস্থতার কারণে আগামী বেশ কয়েকদিনের অনুষ্ঠান বাতিল করে দেয়া হয়। বাড়িতেই ছিলেন তিনি, কিন্তু এর মধ্যেই অবস্থার অবনতি ঘটায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নচিকেতাকে। পরিবারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। তবে সঙ্গীত শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা

এর আগে ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসেও একবার  সারভাইকাল স্পন্ডেলাইটিসের সমস্যায় কাবু হয়েছিলেন নচিকেতা।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables