
ছবি- সংগৃহীত
জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার রাজধানীর বনানীর নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন। বৃহস্পতিবার লাগা আগুন থেকে স্ত্রী ও সন্তানসহ অল্পের জন্য রক্ষা পান তিনি।
বাপ্পা মজুমদার বলেন, আগুন লাগে ভবনের নিচতলায়। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করতেই চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার ঘনত্ব এত বেশি ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এ ছাড়া মুখে আগুনের আঁচও এসে লাগে।
তিনি বলেন, ‘নিচে আগুন লাগার পর আমাদের ফ্লোরটা ধোঁয়ায় ভরে যায়। আমরা সবাই মিলে বারান্দায় গিয়ে দাঁড়াই। প্রচণ্ড ধোঁয়া আর উত্তাপে কিছু বুঝে উঠতে পারছিলাম না। মানসিকভাবে খুবই অস্থির হয়ে পড়েছিলাম। এখনো সেই ট্রমা কাটিয়ে উঠতে পারিনি।’
সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছি। মূলত ফায়ার সার্ভিস দ্রুত চলে আসাতেই এ বিপদ এড়ানো সম্ভব হয়েছে।’
এ ঘটনার পর ফেসবুকে একটি পোস্টও দেন বাপ্পা মজুমদার। সেখানে তিনি লেখেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ। তারা যদি দ্রুত পদক্ষেপ না নিত, কী যে হতো ভাবতেই শিউরে উঠছি! এটি একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’