ছবি: সংগৃহীত
বিশ্বের প্রথম কৃত্রিম পৃথিবী উপগ্রহ স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৮তম বার্ষিকী উপলক্ষে ঢাকার রাশিয়ান হাউস আয়োজিত দুই দিনের স্পুটনিক কসমসফেস্ট ২০২৫ সাড়ম্বরে উদযাপিত হয়েছে।
সেরভ একাডেমি অফ ফাইন আর্টস এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দুই দিনের এই উৎসব (৩০-৩১ অক্টোবর) তরুণদের বিজ্ঞান, মহাকাশ এবং আবিষ্কারের প্রতি অনুপ্রাণিত করতে প্রেরণা জোগায়।

আয়োজনে রকেট মডেল তৈরির কর্মশালা, জ্যোতির্বিদ্যা ক্যাম্প, থিম্যাটিক স্পেস ডকুমেন্টারি স্ক্রিনিং এবং ‘স্পেস থ্রু মাই আইজ’ শীর্ষক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল।
বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জনেরও বেশি শিক্ষার্থী উৎসবে অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খ্লেভনয় অংশগ্রহণকারীদের সনদপত্র ও অনুষ্ঠান স্মারক প্রদান করেন। তিনি তাঁর বক্তৃতায় মহাকাশ অনুসন্ধানে শিক্ষার্থীদের কৌতূহল ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।

উল্লেখ্য, স্পুটনিক কসমসফেস্ট ২০২৫ স্কুলছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল জাগানোর জন্য একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।




