Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩ ১৪৩২, বুধবার ২০ আগস্ট ২০২৫

রাশিয়ার বৈজ্ঞানিক সাফল্য দেখে মুগ্ধ বাংলাদেশি তরুণরা  

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ০১:৩৪, ১৫ আগস্ট ২০২৫

প্রিন্ট:

রাশিয়ার বৈজ্ঞানিক সাফল্য দেখে মুগ্ধ বাংলাদেশি তরুণরা  

ছবি: সংগৃহীত

বিজ্ঞান গবেষণায় রাশিয়ার অসাধারণ সাফল্য দেখে মুগ্ধ হলো বাংলাদেশের তরুণরা। আন্তর্জাতিক যুব দিবসে ঢাকাস্থ রাশিয়ান হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে বিংশ ও একবিংশ শতাব্দিতে বিজ্ঞান গবেষণার বিস্তৃত ক্ষেত্রে গবেষণা সাফল্য তুলে ধরা হয়। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট, ২০২৫) অনুষ্ঠানের শুরুতে এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি তরুণদের সামনে রাশিয়ার বৈজ্ঞানিক সাফল্যের সঙ্গে সেদেশের জনগণের মানবিক সত্ত্বার স্বরূপও তুলে ধরা হয়। প্রদর্শনী ঘুরে দেখার পর অতিথিরা কিংবদন্তি রুশ চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই তারকোভ্স্কি ও আলেকজান্ডার রৌ-র নির্মিত প্রমাণ্যচিত্র উপভোগ করেন।

রুশ জাতির গৌরবোজ্জ্বল সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা, স্বপ্নদ্রষ্টা ও পরিবর্তনস্রষ্টাদের অনুপ্রেরণা যোগানোকেই এই আয়োজনের লক্ষ্য হিসেবে বর্ণনা করেছে রাশিয়ান হাউজ, ঢাকা।   

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন ক্ষেত্রের তরুণ পেশাজীবীরা অনুষ্ঠানে অংশ নেয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables