Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩২, বুধবার ০৭ জানুয়ারি ২০২৬

মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে যুবক হত্যা

কাজী রাকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ৫ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে যুবক হত্যা

ফাইল ছবি

যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম রানা প্রতাপ।প্রাথমিকভাবে জানা গেছে,তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে কপালিয়া বাজার এলাকায় অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা হয়েছে।

Walton
Walton