ছবি: সংগৃহীত
তিন দফা পেছানোর পর আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার দুই দশক পর প্রথমবারের মতো জকসু এবং হল সংসদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।গত ২৭ নভেম্বর এবং ২২ ডিসেম্বর নির্বাচনের কথা থাকলেও তা পিছিয়ে সর্বশেষ ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়। তবে ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
৩৯ কেন্দ্র ও ১৭৮ বুথে ভোটগ্রহণ
জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
লড়ছে পূর্ণাঙ্গ ৪টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা
জকসু নির্বাচনে ৪টি পূর্ণাঙ্গ প্যানেলসহ লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৪টি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্য রয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, জাতীয় ছাত্র শক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বাম সমর্থিত ‘মওলানা ভাসানী বিগ্রেড’।
জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস এবং আশপাশের এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশেষ নিরাপত্তা নির্দেশনায় বলা হয়, ভোট প্রদানকারী শিক্ষার্থীরা কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ভোট প্রদান শেষে শিক্ষার্থীদের ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের পূর্বেই শুধু ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ব্যতীত ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না।
নিজ ভোটকেন্দ্র ব্যতীত অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন (জকসু) ও হল সংসদ নির্বাচনে কোনো প্রার্থীই নিজ বিভাগের কেন্দ্র ব্যতীত অন্য কোনো কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এমনকি ভোটদান শেষে তিনি নিজ কেন্দ্রেও পুনরায় ঢুকতে পারবেন না। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।




