Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩২, বুধবার ০৭ জানুয়ারি ২০২৬

সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ৫ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা সঙ্কটাপন্ন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছে। গত শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত তাকে কলকাতার ভাড়া বাড়িতে ফিরিয়ে নেয়া হবে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্টসহ মেডিকেল ফেসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। উল্লেখ্য,  জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালিয়ে যান ওবায়দুল কাদের। এরপর থেকে কলকাতায় অবস্থান করছিলেন। 
 

Walton
Walton