ফাইল ছবি
সারা দেশে আগামী সপ্তাহ থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এছাড়া পুরো সপ্তাহজুড়ে সারাদেশে ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।
আজ দেশের সর্বেচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।আজ বুধবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। অন্যদিকে, অস্থয়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসগরে অবস্থান করছে।
বৃহস্পতিবার ,শুক্রবার ও শনিবার সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। রবিবার দিনের তাপমাত্রা কমবে, অন্যদিকে প্রায় অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা।
পূর্বাভাসে বলা হয়, আগামী সপ্তাহজুড়ে অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।




