Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১ ১৪৩২, মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫

ঢাকার রাশিয়ান হাউসে মহান বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ০২:১৫, ১৬ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

ঢাকার রাশিয়ান হাউসে মহান বিজয় দিবস উদযাপন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ২০২৫ ঢাকাস্থ রাশিয়ান হাউসে গভীর সম্মান ও ভাবগাম্ভীর্যের আবহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর উদযাপিত এই ঐতিহাসিক দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে অংশ নেয় মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাষ্ট এবং রুশ–বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানের শুরুতে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই সহযোগী সংগঠনসমূহের প্রতিনিধিদের আন্তরিক স্বাগত জানান। উদ্বোধনী বক্তব্যে বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

পরবর্তীতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সংগীত দল “ঋষিজ শিল্পী গোষ্ঠী”। দেশীয় ও আধুনিক সংগীতের সমন্বয়ে তাদের পরিবেশনা অনুষ্ঠানে এক অনুপ্রেরণামূলক আবহ সৃষ্টি করে। এই সংগীতানুষ্ঠান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও শান্তির মূল্য স্মরণ করিয়ে দেয়।
অনুষ্ঠানটি বিজয় দিবসের চেতনা ধারণ করে ইতিহাস, সংস্কৃতি ও বন্ধুত্বের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables