ছবি: সংগৃহীত
দেশজুড়ে হওয়া ভূমিকম্পে সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনও বন্ধ আছে।শুক্রবার এক বার্তায় এসব তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড (পিডিবি)।
বার্তায় পিডিবি জানায়, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট), আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।
এ ছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাবস্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএসসহ সব ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।




