Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬

পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ১৫ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

ফাইল ছবি

পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমশ কমছে। গত পাঁচ দিন ধরে এই জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বিরাজ করছে।সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, সোমবার সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।তবে ৯টার দিকে তাপমাত্রা আরও কমে যায়। সেসময় ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।এদিকে এই জেলায় বিকেল থেকে শুরু করে রাত এবং সকাল আটটা পর্যন্ত চারদিকে কুয়াশার পাশাপাশি মৃদু হিমেল বাতাস বয়ে যায়। এ সময়ে বেশ শীত অনুভূত হয়। হিমালয় থেকে বয়ে আসে উত্তরের হিমেল হাওয়া ও শৈত্যপ্রবাহের কারণ পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। 

সকাল ১০টার পর অবশ্য মিষ্টি রোদের দেখা মিলছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে গেলে তখন বেশ গরম অনুভূত হয় বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

Walton
Walton