Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৪ ১৪৩২, বুধবার ২৮ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়াকে আজ শ্রদ্ধা জানাবে ভারতের সংসদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ২৮ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

খালেদা জিয়াকে আজ শ্রদ্ধা জানাবে ভারতের সংসদ

ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আজ বুধবার শ্রদ্ধা জানাতে যাচ্ছে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। সংসদীয় সূত্র অনুযায়ী, রাজ্যসভার কার্যক্রম চলাকালেই এই শ্রদ্ধা নিবেদন করা হবে। খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার অবদানের স্বীকৃতি হিসেবে সংসদ সদস্যরা সংক্ষিপ্ত সময়ের জন্য নীরবতা পালন করবেন। রাজ্যসভার দিনের কার্যতালিকায় এমনটা বলা হয়েছে। দিনের কার্যতালিকায় তিনজন প্রয়াত রাষ্ট্রনেতার প্রতি শ্রদ্ধা জানানো হবে।

তার মধ্যে আছেন ১৯৮০ থেকে ১৯৮৬ পর্যন্ত রাজ্যসভার সদস্য এল গণেষণ, কয়েক দফায় রাজ্যসভার সদস্য সুরেশ কলমাদি এবং বাংলাদেশের খালেদা জিয়া। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদি’র ইস্যু করা ২৭শে জানুয়ারির কার্যতালিকায় এসব কথা বলা হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কয়েক দশক ধরে দেশের রাজনৈতিক অঙ্গন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ও রাজনৈতিক পথচলা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এই শ্রদ্ধা নিবেদন ভারতের সংসদীয় ঐতিহ্যেরই অংশ, যেখানে প্রতিবেশী দেশগুলোর এমন প্রভাবশালী নেতাদের স্মরণ করা হয়, যাদের রাজনৈতিক জীবন আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছে।

Walton
Walton