Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৩ ১৪৩২, মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬

ভৈরবে বগি লাইনচ্যুত : ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ২৭ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

ভৈরবে বগি লাইনচ্যুত : ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার রাত ৩টায় স্টেশনের ১৫০ মিটার দূরে জয়েন্ট লাইনের ওপর এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান, মঙ্গলবার সকাল ৮টায় আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

স্টেশন মাস্টার জানান, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেন। রাত ২টা ৪০ মিনিটে ভৈরবে পৌঁছালে ৪০ মিনিট পর ৩টা ২০ মিনিটে ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। স্টেশনের অদূরে কয়েক মিনিট যেতে না যেতেই ট্রেনের ইঞ্জিন থেকে চার নম্বর বগি লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ আরও জানান, এই ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর সকাল ৮টায় উদ্ধার কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল শরু হবে বলে জানান তিনি।

Walton
Walton