Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬

৩ দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫১, ২৯ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

৩ দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

ফাইল ছবি

নির্বাচনী সফরে তিন দিনের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন তিনি। রাজশাহীতে পৌঁছে দুপুর দেড়টার দিকে শাহ মাখদুম (রা.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর রাজশাহী মাদ্রসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

কাল বিকেল নওগাঁর কাজির মোড়ে এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। প্রথম দিনের কর্মসূচি শেষে বগুড়া নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন তারেক রহমান।

আগামী শুক্রবার বিকেল পৌঁনে ৪টায় রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করবেন তারেক রহমান। পরে তিনি বিকেল সাড়ে চারটায় রংপর ঈদগাঁও মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। পরে বগুড়ায় ফিরে হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন তিনি।

পরদিন শনিবার সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরবর্তীতে বিকেল ৪টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দরুন চড়জানা বাইপাসে নির্বাচনী সভায় যোগ দেবেন তিনি। শনিবার রাত ৮টার দিকে তার গুলশানস্থ বাসভবনে ফেরার পরিকল্পনা রয়েছে।

Walton
Walton