Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১১ ১৪৩২, রোববার ২৫ জানুয়ারি ২০২৬

২৪-এর গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের সমান হতে পারে না: নজরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ২৫ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

২৪-এর গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের সমান হতে পারে না: নজরুল

ফাইল ছবি

চব্বিশের গণঅভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধের সমান হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন

নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযোদ্ধাদের আজকাল তুচ্ছ-তাচ্ছিল্য করে যেসব কথা বলা হচ্ছে, এটা একটা বিশেষ উদ্দেশ্যে সাধনের জন্য করা হচ্ছে, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার জন্য, মুক্তিযুদ্ধের স্মৃতিকে আচ্ছন্ন করে ফেলার জন্য। ২৪-এর গণঅভ্যুত্থানকে আমরা সবাই ধারন করি। সেই আন্দোলনে আমরা ছিলাম তো। ওই লড়াইটাকে, ওই আন্দোলনটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে প্রচার করার চেষ্টা হলো। উদ্দেশ্যে পরিষ্কার। আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের স্বাধীনতা-এটাকে আন্ডারমাইন করা। আমরা এটাকে অপছন্দ করেছি, আমরা প্রতিবাদ করেছি।   

একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে অবমূল্যায়ন করার তো কোনো প্রয়োজন নাই মন্তব্য করে তিনি বলেন, ২৪-এর যে গণঅভ্যুত্থান, এটাকে মর্যাদা সম্পন্ন করার জন্য অন্য কোনো কিছু শোভাবদিত করার কোনো প্রয়োজন নাই। এমনিতেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, পরিবর্তনের ইতিহাসে ২৪-এর গণঅভ্যুত্থান একটা বিশেষ স্থান নিয়ে থাকবে। ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থান একটা বিশেষ স্থান নিয়ে থাকবে। কিন্তু এর কোনোটাই মহান মুক্তিযুদ্ধের সমান হয় না, হতে পারে না। কিন্তু সেই চেষ্টাই চলছে। আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব, এখনো আমরা বেঁচে আছি। আমাদের সামনে দিয়ে এটা হতে দেয়া যাবে না।    

নজরুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত, প্রথম দিকে কয়েক বছর বাদে-আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা শুধু আক্ষেপ করে যাচ্ছি। যেকারণে যুদ্ধ করলাম, সেটা তো পূরণ হলো না। কিন্তু সেটা পূরণ করার জন্য যে লড়াই, সেই লড়াইটাকে আমরা জোরদার করতে পারি নাই। যার জন্য আজও আমরা আক্ষেপ করে চলেছি। এটা খুব দুর্ভাগ্যজনক। 
এসময় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Walton
Walton