ফাইল ছবি
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।’
শাহনাজ সুলতানা আরও বলেন, ‘আগামীকাল তাপমাত্রা একটু কমতে পারে। এতে শীতের তীব্রতা কমবে।’




