বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে। কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে।
রোববার বিকেলে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জিয়াউর রহমান যেমন একটি ধংস হয়ে যাওয়া দেশ গড়েছিলেন, দেশকে রপ্তানিমূখী দেশে পরিনত করেছিলেন। দেশে কৃষির উন্নতি, কৃষকের উন্নতি যায় বলেন, তা হয়েছিল শহীদ জিয়ার হাতে। বিদেশে ২ কোটি লোকের যে কর্মসংস্থান হয়েছে তাও জিয়ার মাধ্যমেই হয়েছিল। বিএনপি সেই জিয়ার দল, বিএনপির সবাই সেই জিয়ার সৈনিক, তারা দেশকে অবশ্যই গড়ে তুলবে।’
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, কাজী রফিকুল ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ।




