Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৩ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করতে পারছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৮, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:২০, ১৮ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করতে পারছেন

ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল। তিনি চিকিৎসকদের দেয়া চিকিৎসা সঠিকভাবে গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ বলেন, ‘যেহেতু তিনি (খালেদা জিয়া) চিকিৎসা সঠিকভাবে গ্রহণ করতে পারছেন, সে জন্য আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বিত মেডিকেল বোর্ডের পরামর্শে তার চিকিৎসা চলছে।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে তার চিকিৎসা করতে দেয়া হয়নি বিধায় উনার শারীরিক জটিলতা বেড়ে গেছে।’

ডা. জাহিদ বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে উনার (খালেদা জিয়া) চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। যেহেতু তিনি সিসিউতে আছেন তাই ডা. জুবাইদা তার সঙ্গে সবসময় দেখা করতে পারছেন না। কিন্তু তিনি রুমের বাইরে থেকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন।’

Walton
Walton