Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২ ১৪৩২, বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২, ১৭ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

ফাইল ছবি

জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার রাত ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৮টায়) হোয়াইট হাউস থেকে সরাসরি এই ভাষণ সম্প্রচার করা হবে।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘বুধবার রাত ৯টায় হোয়াইট হাউস থেকে আপনাদের সঙ্গে দেখা হবে।’ একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ভালো বছর হলেও সেরা সময় এখনও সামনে অপেক্ষা করছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট ইঙ্গিত দিয়েছেন, এই ভাষণে মূলত ট্রাম্প প্রশাসনের সাফল্য তুলে ধরা হবে। পাশাপাশি আগামী তিন বছরে তিনি যুক্তরাষ্ট্রের জন্য কী কী পরিকল্পনা নিয়েছেন, তাও বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন প্রেসিডেন্ট।

\চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রায় ১১ মাস কেটে গেছে। লেভিট সাংবাদিকদের বলেন, ‘এটি একটি দুর্দান্ত ভাষণ হতে চলেছে। গত ১১ মাসে প্রেসিডেন্ট যে কাজগুলো করেছেন, সেগুলো তিনি বিশদে তুলে ধরবেন। একই সঙ্গে কীভাবে আমেরিকাকে আবার ‘গ্রেট’ করা যায়, সেই পথনির্দেশও দেবেন।’

ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিনিদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ‘আমার প্রিয় আমেরিকানরা, আগামীকাল রাত ৯টায় হোয়াইট হাউস থেকে সরাসরি জাতির উদ্দেশে ভাষণ দেব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।” তিনি আরও যোগ করেন, “আমেরিকার জন্য এটি দারুণ একটি বছর ছিল, তবে সেরা সময় এখনও আসেনি।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables