Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১ ১৪৩২, মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্টের শ্রদ্ধা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১১, ১৬ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্টের শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি  শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার সকাল ৬টা ৩৩ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর পর তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables