ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়েছে।
সমগ্র বাংলাদেশেই এই সতর্কতা অবলম্বন করতে হবে বলে দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়।
পোস্টে বলা হয়, বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে, পরবর্তী সংসদ নির্বাচন এবং একটি জাতীয় গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ আরও তীব্র হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত
মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘাতমূলক এবং সহিংসতায় পরিণত হতে পারে। আপনাদের (মার্কিন নাগরিক) বিক্ষোভ এড়ানো এবং বড় সমাবেশের আশপাশে সাবধানতা অবলম্বন করা উচিত।
এ বিষয়ে করণীয় প্রসঙ্গে, চারপাশ সম্পর্কে সচেতন থাকা, আপডেটের জন্য স্থানীয় মিডিয়ায় নজর রাখা এবং ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।




