Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৮ ১৪৩২, শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫

৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে ভবনে লাগা আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩১, ১৩ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে ভবনে লাগা আগুন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ১০ তলা বিশিষ্ট একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা প্রায় ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। তবে এতে আটকেপড়াদের মধ্যে এখন পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার  ভোর ৫টার দিকে কেরানীগঞ্জের আগানগর এলাকায় জাবালে নুর সুপার মার্কেটের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভবনজুড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

‎ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, ১০ তলা ভবনটির ৮ তলা পর্যন্ত আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনটির মালিক হাজী নুর আলম। অভিযোগ রয়েছে, রাজউকের অনুমতি ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছে এবং ভবনের জন্য কোনো বৈধ ছাড়পত্র নেই।

‎সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ভবনটিতে আগুন নির্বাপণ বা আগুন নিষ্কাশনের কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই। যা আগুন লাগার পর পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

‎এ ঘটনায় ভবনের অবৈধ নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের ছুটে আসেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। তিনি সাংবাদিকদের বলেন, ‘ভবনটি রাজউকের অনুমোদন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ধোয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। বেজমেন্টে গোডাউনে প্রতিটা সাটার ভেঙে কাজ করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আগুন একটা জায়গায় রাখতে পেরেছি, যেন অন্য ভবনে না ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করেছি।’

আগুনের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট। পরে আরও দুটি ইউনিট এসে যোগ দিয়েছে।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables