ছবি: সংগৃহীত
দীর্ঘ সময়ের আতঙ্ক, ঘন ধোঁয়া আর বন্ধ শাটারের প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে দীর্ঘ ১১ ঘণ্টারও বেশি সময়ের অক্লান্ত চেষ্টার পর রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজারে অবস্থিত বাণিজ্যিক কাম আবাসিক ভবন ‘জাবালে নূর টাওয়ারে’ লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার বিকেল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে শুরু হওয়া এই অভিযানে ভবনটিতে আটকে পড়া মোট ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের গঠনগত জটিলতা, অসংখ্য দোকানের তালা ও শাটার ভেঙে ভেতরে প্রবেশ করা এবং তীব্র ধোঁয়ার কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে এত বেশি সময় লেগেছে।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনে আটকে পড়া ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সবশেষ তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, জাবালে নূর টাওয়ারটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। প্রথম ও দ্বিতীয় তলায় গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন, ওপরে আবাসিক কোয়ার্টার রয়েছে। ভবনটি কয়েকটি স্বতন্ত্র অংশে বিভক্ত হলেও বেজমেন্ট একটি মাত্র, যার প্রবেশপথও মাত্র দুটি।
বেশিরভাগ দোকানের শাটার ও কলাপসিবল গেট কেটে কেটে ভেতরে ঢুকে আগুন নেভাতে হয়েছে। ধোঁয়ার কারণেও কাজ করতে বেগ পেতে হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয় এবং দোতলা ও তিনতলা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
তিনি বলেন, ‘সব দোকান শাটার দিয়ে বন্ধ থাকায় আগুনের সোর্সে পৌঁছাতে সময় লেগেছে। চারদিক থেকে অ্যাটাক করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, যাতে তা আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে।’




