Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩২, সোমবার ১৭ নভেম্বর ২০২৫

মঙ্গলবারও আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ১৭ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

মঙ্গলবারও আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায়কে প্রত্যাখ্যান করেছে ‘কার্যক্রম নিষিদ্ধ’ থাকা আওয়ামী লীগ। রায় ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, আজ যে রায় ঘোষণা করেছে এ রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ এ রায় মানে না, মানবে না। তিনি বলেন, অবৈধ আদালত যে মামলার রায় দিয়েছে সেটি ১৪ অগাস্ট শুরু করে ১৭ই নভেম্বর মামলা শেষ করেছে। ৮৪ জন সাক্ষীকে সামনে রেখে ৫৪ জনকে হাজির করে ২০ দিনে মামলা শেষ করেছে। এই দুই মাসের মধ্যে মাত্র ২০ দিন আদালত চলেছে। এর প্রধান বিচারক গত এক মাস অনুপস্থিত ছিলেন। তারপরেও প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে যে রায় দিয়েছে। তিনি বলেন, অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করবো। কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা বাংলাদেশে সকাল-সন্ধ্যা শাটডাউন পালনের ঘোষণাও দেন তিনি।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে রোববার ও সোমবার শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগ। 
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables