ফাইল ছবি
নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গাজীপুরের বাইপাইলে ভূ-কম্পন অনভূত হয়েছে।
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুর ও সাভারের মাঝামাঝি অংশ বাইপালে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে এর দূরত্ব ২৯ কিলোমিটার।




