Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫

জাতিসংঘ সংস্থার সদর দপ্তরে ইসরাইলের অভিযান, পতাকা নামানোর নিন্দা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ৯ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

জাতিসংঘ সংস্থার সদর দপ্তরে ইসরাইলের অভিযান, পতাকা নামানোর নিন্দা

ছবি: সংগৃহীত

ইসরাইলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) এর সদর দপ্তরে অভিযান চালিয়েছে। এ সময় সেখানকার জিনিসপত্র জব্দ করা হয় এবং জাতিসংঘের পতাকা নামিয়ে ইসরাইলের পতাকা লাগানো হয়।মঙ্গলবার আল জাজিরা প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সামাজিকমাধ্যম এক্সে এক বিবৃতিতে, সংস্থার কমিশনার-জেনারেল, ফিলিপ লাজ্জারিনি জানান, সোমবার ভোরে ইসরাইলি পুলিশ, পৌর কর্মকর্তাদের সাথে, শেখ জারাহে তাদের প্রাঙ্গণে জোরপূর্বক ঢুকে পড়েন।

\তিনি জানান, ‘পুলিশের মোটরসাইকেল, ট্রাক আনা হয়েছিল এবং এখানকার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এরপর আসবাবপত্র, আইটি সরঞ্জাম এবং অন্যান্য সম্পত্তি জব্দ করা হয়। পরে জাতিসংঘের পতাকা নামিয়ে ইসরাইলি পতাকা লাগায় তারা।’এদিকে, ইসরাইলি কর্তৃপক্ষ সংস্থাটিকে এই ভবনটি খালি করার এবং ইসরাইলের অভ্যন্তরে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়ার পর থেকে ইউএনআরডব্লিউএ বছরের শুরু থেকে ভবনটি ব্যবহার করেনি।

লাজ্জারিনি আরও বলেন, ‘২০২৪ সালে অগ্নিসংযোগ, বিক্ষোভ এবং ভীতি প্রদর্শনের মতো মাসব্যাপী হয়রানির ঘটনার পর এই অভিযানের ঘটনা ঘটল।৭ অক্টোবর, ২০২৩ তারিখে দক্ষিণ ইসরাইলে হামাসের নেতৃত্বে হামলায় জাতিসংঘের এই সংস্থার কয়েকজন কর্মী অংশগ্রহণ করেছে দাবি করে ইসরাইল তাদের মাটিতে সংস্থার কাজ করতে বাধা দেয়। তবে সংস্থাটি ইসরাইলের এই অভিযোগ অস্বীকার করে

অন্যদিকে অক্টোবরে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তদন্ত করে দেখে যে সংস্থার বিরুদ্ধে ইসরাইলের আনা অভিযোগ ভিত্তিহীন।তবুও, ইসরাইলের দাবির কারণে ঐতিহাসিকভাবে ইউএনআরডব্লিউএ এর বৃহত্তম দাতা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তহবিল স্থগিত করতে বাধ্য হয়।
 
এদিকে, লাজ্জারিনি জাতিসংঘের এই সংস্থার উপর সাম্প্রতিক আক্রমণকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা করেছেন। যদিও ইসরাইল এই কম্পাউন্ডের জাতিসংঘের মর্যাদা কেড়ে নেয়ার চেষ্টা করেছে, লাজ্জারিনি বলেছেন, তাদের পদক্ষেপের কোনো আইনি প্রভাব নেই।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables