Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫

মরক্কোতে জোড়া ভবন ধস, নিহত ১৯

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ১১ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

মরক্কোতে জোড়া ভবন ধস, নিহত ১৯

ছবি: সংগৃহীত

মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ১৬ জন।  ভবন দুটি ফেজের আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরের দিকে ভবন ধসের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, পাশাপাশি থাকা চারতলা দুটি ভবন রাতের কোনো এক সময়ে ধসে পড়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে বলা হয়েছে, ভবন দুটি  অনেকদিন যাবত অযত্নে পড়ে ছিল।

এই দুই ভবনে আটটি পরিবার বসবাস করত।  ধসের খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা এবং বেসামরিক সুরক্ষা শাখার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables