ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই পুলিশ কর্মকর্তা পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তারা হলেন: রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪৫) ও রাজশাহীর তানোর থানার চান্দুরিয়া রাতৈল এলাকার কাছিম উদ্দিনের ছেলে সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন (৪০)।
পুলিশ জানায়, দুপুরের দিকে তারা মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হওয়ার পর পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহেদুর রহমান বলেন, ‘কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কাভার্ডভ্যানটি আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।’




